সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী


সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী
লাউয়ের আগা খাইলাম,
ডোগা গো খাইলাম
লাউ দি বানাইলাম ডুগডুগী ।।

লাউয়ের এত মধু
জানে গো যাদু, (এত মধু গো)
লাউ ধরলাম সঙ্গের সংগী ।।

আমি গয়া গেলাম
কাশী গো গেলাম, (গয়া গেলাম গো)
সঙ্গে নাই মোর বৈষ্ণবী ।।

চাই না মা’গো রাজা হতে


চাই না মা’গো রাজা হতে
রাজা হবার সাধ নাই মাগো
দু’বেলা যেন পাই মা খেতে …।।

আমার মাটির ঘরে বাঁশের খুটি মা
পাই যেন তায় খড় জোগাতে মা …।।
আমার মাটির ঘর যে সোনার ঘর মা ।।
ও মা ……কি হবে দালানেতে
যদি দালান কোঠায় রাখো মা-গো
পারবো না আর মা বলিতে
চাই না মাগো রাজা হতে

যদি দ্বারে তে অতিথি আসে মা
না হয় যেন মুখ লুকাতে
ঘরে কাসার থালা কাসার বাটি মা
পায় যেন মা তায় দুটো খেতে
তোর সংসার ধর্ম বড় ধর্ম মা
তাই পারিনা ছেড়ে যেতে মা
কেবল মা গো রামপ্রসাদের এই বাসনা
পাই যেন স্থান ঐ পদে তে

বন্ধু তোমায়


ছেড়া ঘুড়ি রঙিন বল
এইটুকুই সম্বল
আর ছিলো রোদ্দুরে পাওয়া বিকেলবেলা
বাজে বকা রাত্রি দিন
এসটিরিক্স টিনটিন
এলোমেলো কথা উড়ে যেতো হাসির ঠেলায়
সে হাসি ছুটে যেতো গোধুলী মিছিলে
সবার অলক্ষেতে তুমিও কি ছিলে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায় ।।

গল্পের মতো ইশকুল বাড়ী
জমে ওঠা ক্ষত খেলবো না আড়ি
সে খেলা কানা গলি রোদ চুপিসারে
এবং আগুন ছিলো লাস্ট কাউন্টারে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায় ।।

বইমেলা গুলো গার্গি শ্রেয়শী
চেনা মুখগুলো পরিচিত হাসি
সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে
সাহসী চুম্বন আজো পারেনি সে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায় ।।

ছেড়াছবি স্ফটিক জল
এইটুকুই সম্বল
বাদবাকী রোদ চলে যাওয়া বিকেল বেলায়
একঘেয়ে ক্লান্ত দিন
টানকুস এসপিরিন
যানজটে দেরী হয়ে গেল এ কালবেলা
মরা মাছের চোখ যায় যতদূরে
শুকানো জলছবি আজো রোদ্দুরে
হাওয়ায় হাওয়ায়
হাওয়ায় হাওয়ায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেলবেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায় ।।

সাধের লাউ


ভালবাসা এই জনমে আমি পাইলাম না
কোথায় আছি কোথায় যাব কিছু জানি না,
ও আমি কিছুই জানি না…
(ভাগ্য যার মন্দ হয় কপাল তার সুখ না সয়
এই জনমে আইজ আমি সুখ তো পাইলাম না
ও আমি সুখ তো পাইলাম না…

তাকধুমাধুম তাকধুমাধুম
মোদের চোখে নাই তো ঘুম।

গ্রামে গঞ্জে মাঠে ঘাটে
সকাল দুপুর রাত্রি কাটে

তাকধুমাধুম তাকধুমাধুম
মোদের চোখে নাই তো ঘুম।)

লাউ, বানাইলো মোরে বৈরাগী
সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী

লাউয়ের আগা খাইলাম ডোগাগো খাইলাম
আগা খাইলাম গো।
লাউ দে বালাইলাম ডুগডুগি
(হায়রে) লাউ দে বালাইলাম তরকারি

সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী।

আমি গয়া গেলাম কাশি গো গেলাম
গয়া গেলাম গো
আমি গয়া গেলাম কাশি গো গেলাম
সঙ্গে নাই মোর বৈষ্ণবী

সঙ্গে নাই মোর বৈষ্ণবী
সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী

লাউয়ে এতো মধু করলো গো যাদু
এতো মধু গো
লাউয়ে এতো মধু করলো গো যাদু
লাউ করলাম সঙ্গের সঙ্গী
(হায়রে) লাউ করলাম সঙ্গের সঙ্গী
সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী

লাউয়ের আগা খাইলাম ডোগাগো খাইলাম
আগা খাইলাম গো।
লাউ দে বালাইলাম ডুগডুগি
(হায়রে) লাউ দে বালাইলাম তরকারি

সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী।

লাউয়ের আগা খাইলাম ডোগাগো খাইলাম
আগা খাইলাম গো।
লাউ দে বালাইলাম ডুগডুগি
(হায়রে) লাউ দে বালাইলাম তরকারি

সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী।

(তাকধুমাধুম তাকধুমাধুম
মোদের চোখে নাই তো ঘুম।

গ্রামে গঞ্জে মাঠে ঘাটে
সকাল দুপুর রাত্রি কাটে

তাকধুমাধুম তাকধুমাধুম
মোদের চোখে নাই তো ঘুম।)