কেন চলে গেলে দূরে


কেন চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে
কেন ফিরে এলে না আবার
বাড়াতে দুঃখের বার
কেন চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে
কেন চলে গেলে দূরে

বেদনার রংধনু
চেয়েছিল মোর অন্তর
দুঃখের সুখের ঘর বাঁধিনু
বাঁধিনু ও দয়ে প্রান্তর।

আজ এই ঝড় এসে
বাধন গেছে চুটে
অসীমতার দুঃখ আর
অনন্ত পারাপার।।

নাইয়ারে নায়ের বাদাম তুইলা


নাইয়া রে নায়ের বাদাম তুইলা
কোন দূরে যাও চইলা।

অচিনা সায়রের মাঝি সেই কথা যাও বইলা।।

নাইয়ারে ভাটির দেশে যাও
যদি তুমি হিজলতলির হাটে

হেথায় আমার ভাইজান থাকে
আমার কথা কইয়ো তাকে
মইলাম দিখে জ্বইলা
কোন দূরে যাও চইলা

নাইয়ারে পরানে আর সইবে কত
আগুন জ্বলে মনে

বনের আগুন দেখতে পারে
মনের আগুন পুইড়া মারে।
ধিকিধিকি জ্বইলা
কোন দূরে যাও চইলা।।

ফাগুনের পূর্ণিমা এল কার লিপি হাতে।


ফাগুনের পূর্ণিমা এল কার লিপি হাতে।
বাণী তার বুঝি না রে, ভরে মন বেদনাতে॥
উদয়শৈলমূলে জীবনের কোন্‌ কূলে
এই বাণী জেগেছিল কবে কোন্‌ মধুরাতে॥
মাধবীর মঞ্জরী মনে আনে বারে বারে
বরণের মালা গাঁথা স্মরণের পরপারে।
সমীরণে কোন্‌ মায়া ফিরিছে স্বপনকায়া,
বেণুবনে কাঁপে ছায়া অলখ-চরণ-পাতে॥